খেলাধুলা

বিশ্বকাপে রশিদ-নবিদের পরামর্শক ফ্লাওয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অ্যান্ডি ফ্লাওয়ারকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার এবং ইংল্যান্ডের সাবেক এই কোচ এরই মধ্যে আফগানিস্তান দলের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে যোগ দিয়েছেন। ফ্লাওয়ার ছাড়াও দলটির কোচিং স্টাফে পেস বোলিং কোচ হিসেবে রয়েছেন শন টেইট ও প্রধান কোচ ল্যান্স ক্লুজনার। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) শনিবার বিষয়টি নিশ্চিত করেছে।

এসিবি চেয়ারম্যান আজিজউল্লাহ ফাজলি বলেন, ‘আমরা অতি আনন্দের সঙ্গে জানাচ্ছি অ্যান্ডি (ফ্লাওয়ার) আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রচুর খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছেন তিনি। তার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। আমরা আশা করছি বিশ্বকাপে তা আফগানিস্তানের জন্য ভীষণ উপকারে আসবে।’

জিম্বাবুয়ের সব সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান খেলা ছাড়ার পর কোচিং ক্যারিয়ার সমৃদ্ধ করেন। ৬৩ টেস্ট ও ২০১৩ ওয়ানডে খেলা ফ্লাওয়ার খেলা ছাড়ার পর ইংল্যান্ড ছাড়াও টি-টোয়েন্টি লিগগুলোতে কোচিং করিয়ে নাম কুড়ান। তিনি ইংল্যান্ডের কোচ ছিলেন ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত। তার কোচিংয়েই দলটি জিতেছিল ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। তাকে দেখা গেছে আইপিএল, সিপিএল, পিএসএল ও দ্য হানড্রেডেডও।

বিশ্বকাপ খেলতে ৬ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে চলে গেছে আফগানিস্তান। এবার বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ-২ তে খেলবে তারা। এবার বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পরই দল পছন্দ না হওয়ায় অধিনায়কত্ব ছেড়ে দেন রশিদ খান। পরে অধিনায়ক করা হয় মোহাম্মদ নবিকে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button