রাজধানী

তুরাগে ট্রলারডুবি: ৪ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদীতে ট্রলারডুবির ঘটনায় তিন শিশু ও এক নারীসহ মোট চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে তিনজন। শনিবার (৯ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলারডুবির ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস নিখোঁজ তিন শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে। তাদের নাম-ঠিকানা জানা যায়নি। এখনও অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button