যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা

0
90

করোনা পরিস্থিতিতে বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত করোনার টিকা নেয়া থাকলে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা যাবে বলে নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র।

নতুন নির্দেশনা অনুযায়ী ছয়টি প্রতিষ্ঠানের টিকা নেয়া থাকলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যাবে বলে সিডিসির এক মুখপাত্র জানায় বলেও প্রতিবেদনে বলা হয়।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ও ডব্লিউএইচও ওই টিকাগুলোর অনুমোদন দিয়েছে। তবে ছয় প্রতিষ্ঠানের নাম প্রতিবেদনে উল্লেখ নেই।

এদিকে শুক্রবারেই সিডিসি জানায়, কোন কোন টিকা নিলে বিদেশি পর্যটকেরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন, চলতি সপ্তাহের শুরুতে তা এয়ারলাইনসগুলোকে জানিয়ে দেয়া হয়েছে। এতে তারা পদ্ধতিগত সব প্রস্তুতি নিতে পারবে। বাকি নির্দেশনা ও তথ্য তাদের পরবর্তী সময়ে জানানো হবে।

এদিকে ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে সন্তোষজনক বলে উল্লেখ করেছে আমেরিকান এয়ারলাইনস, ডেলটা এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনসসহ বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধিত্বকারী বাণিজ্যিক জোট ‘এয়ারলাইনস ফর আমেরিকা’।