দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের অভিযানে জুয়ার উপকরণসহ ৬ জুয়াড়ি আটক

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জুয়া খেলার দায়ে জুয়ার উপকরণসহ ৬ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব সদস্যরা। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের সতের রশিয়া চামা এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর বাবলাবোনা গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪০), একই এলাকার মৃত আরশাদ আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ (৪৩), মোঃ একরামুল হকের ছেলে মোঃ মনিরুল ইসলাম (৪৫), একই ইউনিয়নের কালীনগর ইংলিশমোড় গ্রামের মোঃ জিন্নাত আলীর ছেলে মোঃ মোয়াজ্জেম হোসেন (২৮), শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের দেবত্তর গ্রামের মৃত আলফাজউদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিন (৪২) ও একই গ্রামের মৃত একরামুল হকের ছেলে মোঃ বেলাল আলী (২৮)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী’র নেতৃত্বে র‌্যাবের একটি দল আজ সোমবার দুপুর দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের সতের রশিয়া চামা গ্রামের জনৈক তাজিমুলের বাড়ীর পার্শ্বে নাটু মিয়ার আমবাগানে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৬ জুয়াড়িকে আটক করে। এ সময় জুয়া খেলার উপকরণসহ নগদ ৮ হাজার ২’শ ৮০ টাকা জব্দ করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button