দেশজুড়ে

কুড়িগ্রামের উলিপুরে পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পাট চাষী প্রশিক্ষণ কর্ম শালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) উলিপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্ম শালায় উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন পাট চাষী অংশ নেন। পাট চাষে উন্নত প্রযুক্তি ব্যবহার ও মান সম্মত বীজ উৎপাদনের উপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক পাট অধিদপ্তর রংপুর অঞ্চল মোঃ সোলায়মান আলী, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা, পাট অধিদপ্তর কুড়িগ্রাম মোঃ আব্দুল আউয়াল সরকার, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা,পাট অধিদপ্তর উলিপুর,দুলাল কুমার দাস, উপসহকারী পাট উন্নয়ন কর্ম কর্তা, পাট অধিদপ্তর কুড়িগ্রাম সদর, মোছাঃ খাদিজা খাতুন প্রমুখ।

শেষে কৃষকদের মাঝে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে ব্যাগ প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button