খেলাধুলা

সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচসেরা মাহমুদউল্লাহ

ওপেনিং জুটিতে ৫৯ রান আসার পরও একটা সময়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ১৩ রানের ব্যবধানে যে সাজঘরে ফেরেন ৩ ব্যাটসম্যান!

মাহমুদউল্লাহ যখন উইকেটে গেছেন, ১১ ওভার পেরিয়েছে ইনিংসের। ধাক্কাটা পড়েছে মাত্র, ৩ উইকেটে রান ৭২। একটা সময় তো ১০৯ তুলতেই হাওয়া ৫ উইকেট।

এমন জায়গায় দাঁড়িয়ে দলকে একদম সামনে থেকে নেতৃত্ব দিলেন মাহমুদউল্লাহ। খেললেন ইনিংসের শেষ পর্যন্ত। ৩২ বলে ৫ বাউন্ডারিতে টাইগার দলপতির হার না মানা ৩৭-এ ভর করেই ১৪১ রানের পুঁজি পায় স্বাগতিকরা।

শুধু ব্যাটিংয়েই নয়। এরপর বোলিংয়েও এক ওভার হাত ঘুরিয়েছেন মাহমুদউল্লাহ। দিয়েছেন মাত্র ৭ রান। আর পুরো ম্যাচে ক্ষুরধার নেতৃত্বের কথা আলাদা করে নাইবা বলা হলো!

এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কারটি আর কে পাবেন? উঠেছে টাইগার দলপতির হাতেই।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button