চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাকিব নামে এক যুবক ৭দিন থেকে নিখোঁজ


ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাকিব (২৭) নামে এক যুবকের নিখোঁজের ৭ দিনেও সন্ধান মিলেনি।
নিখোঁজ যুবক উপজেলার রহনপুর ইউনিয়নের কাঁজি গ্রামের সাইদুর রহমান ছেলে। রাকিব ফিরে না পেয়ে তার বাবা সাইদুর রহমান ফিটু ও মা জাফরিয়া বেগম ও স্ত্রী আশিয়া খাতুনের কান্না থামছে না।
নিখোঁজ রাকিবের ভাই শামীম জানান, রাকিব ৯ মাস বয়সী এক সন্তানের জনক। এছাড়া রহনপুর পুরাতন বাজারে রাকিবের একটি কসমেটিকস এর দোকান রয়েছে। গত ২৪ আগষ্ট রাতে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১১৩২) করা হয়েছে। কেউ তাঁর সন্ধান পেয়ে থাকলে 01868819493 নাম্বারে বা নিকটস্থ থানায় জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করেছেন নিখোঁজের ভাই শামীম।