দেশজুড়ে

শার্শার বাগআঁচড়ায় একতা সংঘের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

নাজিম উদ্দীন জনিঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় সাতমাইল বঙ্গবন্ধু একতা সংঘের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার বিকালে সাতমাইল মহিলা মাদ্রাসা প্রাঙ্গনে একতা সংঘের আহবায়ক গাজী আলমগীর কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুজ্জামান দিপুর সঞ্চালনায় এ শোক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সম্মানিত সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ ও বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল।

এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আব্দুর রহিম সরদার। বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সভাপতি আলী আহম্মাদ মেম্বর। সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল,শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহম্মদ শান্তি, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা আবু তালেব সরদার, ইদ্রিস আলী বিশ্বাস, গাজী মুছা, আল আমিন খান, ইদ্রিস আলী সাহাজী, আবু তালেব মেম্বর, আলমগীর কবির মেম্বর, মোজাম গাজী মেম্বর, জিয়াউর রহমান জিয়া মেম্বর, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আহম্মদ মেম্বর, সাধারন সম্পাদক ইকবাল হাসান তুতুল, বাগআঁচড়া সাতমাইল বঙ্গবন্ধু একতা সংঘের সদস্য আসাদুজ্জামান নয়ন, খায়রুল আলম দুষ্টু, সাইফুজ্জামান মন্টু, মাজহারুল আলম মিন্টু, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব পল্টু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু, বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান সহ ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী বৃন্দ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাগআঁচড়া সাতমাইল ঐতিহ্যবাহী জামে মসজিদের ইমাম হাফেজ নুরুল হক।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button