দেশজুড়ে

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। আজ মঙ্গবার শহরের কালিতলা শ্রী শ্রী বুড়া কালী মাতা পূজা মন্ডপ প্রাঙ্গণে সকাল ১১টায় হিন্দুধর্ম কল্যাণ ট্রাস্ট এর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নওগাঁ জেলা শাখার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনাও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাথী মজুমদার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক হারুনুর অর রশিদ, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (উপ-সচিব) স্থানীয় সরকার উত্তম কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি পরিষদের নওগাঁ জেলা শাখার সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার আহবায়ক বাবু পীযূষ কুমার সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সহ-সভাপতি বাবু রঞ্জিত সরকার, শ্রী শ্রী বুড়া কালী মাতা পূজা মন্ডপ প্রাঙ্গণের সভাপতি, বাবু নিরোদ বরণ সাহা, নওগাঁ কেন্দ্র ইসকন মন্দির এর অধ্যক্ষ শ্রীমান ব্রজরাজ কৃষ্ণদাস বক্ষচারী প্রমুখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button