দেশজুড়ে
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির জামালপুর জেলা পুলিশ অফিস পরিদর্শন
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ময়মনসিংহ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বিপিএম, ২৩ আগষ্ট সোমবার জামালপুর জেলা পুলিশ অফিস (বার্ষিক) পরিদর্শন করেছেন।
সোমবার ডিআইজির আগমন উপলক্ষে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। পরে তাকে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) জাহিদুল ইসলাম খান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. হালিমুল হারুন, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খানসহ ঊর্ধ্বতন অফিসারবৃন্দ।