প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য: বরিস জনসন
আফগানিস্তানের জন্য একটি সমাধান খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাবে যুক্তরাজ্য। প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে সরকার। শুক্রবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আফগান সংকটের একটি সমাধান খুঁজে বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এর আগে অবশ্য আফগানিস্তানের সরকার বা বৈধ কর্তৃপক্ষ হিসেবে তালেবানকে স্বীকৃতি না দেওয়ার কথা বলেছিলেন বরিস জনসন।
এদিকে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, কাবুলের পতনের দিনই পালিয়ে দেশ ছাড়া আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও যোগাযোগ নেই। তবে তালেবানের সঙ্গে যোগাযোগ রয়েছে ওয়াশিংটনের। অন্যদিকে তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়কে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে বলে আশাবাদের কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।