বরগুনায় পরীক্ষামূলকভাবে করোনা প্রতিরোধ বুথের উদ্বোধন


বরগুনা প্রতিনিধি: বরগুনা পৌরসভার উদ্যোগে পরীক্ষামূলকভাবে করোনা প্রতিরোধ বুথের উদ্বোধন করা হয়েছে। বিশেষভাবে তৈরি এ বুথে সংরক্ষিত হ্যান্ড স্যানিটাইজার থেকে যে কেউ হ্যান্ড স্যানিটাইজ করতে পারবেন। প্রয়োজন হলে নিতে পারবেন মাস্ক।
বৃহস্পতিবার সকালে পৌর প্রাঙ্গণে এ করোনা প্রতিরোধ বুথের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ। এসময় তিনি বলেন, পরীক্ষামূলকভাবে তৈরি এ বুথের ব্যবহারিক প্রয়োজনীয়তা ও কার্যকরীতার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে তা পৌর শহরের জনগুরুত্বপূর্ণ অফিস-আদালতসহ পাড়ায় মহল্লায় স্থাপন করা হবে।
করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রইসুল আলম রিপন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্ত রঞ্জন শীল, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, সিনিয়র সহ-সভাপতি জাফর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু প্রমূখ।
এসময় পৌরসভার অধিকাংশ কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।