দেশজুড়ে

ছাত্রলীগ নেতা মাসুদের পাশে দাঁড়ালেন ডাঃ মুরাদ হাসান

তৌকির আহাম্মেদ হাসু জামালপুর প্রতিনিধিঃ ২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জামাত-শিবিরের বর্বরোচিত হামলায় নির্মমভাবে আহত ও পা হারানো ছাত্রলীগ নেতা মাসুদ এর চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি।রাবির জামাত-শিবিরের নির্মম হামলায় পা হারানো সাবেক ছাত্রলীগ নেতা মাসুদকে দেখে আবেগ তাড়িত হয়ে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মো. মুরাদ হাসান এমপি।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি বলেন,আমি ছাত্রলীগের নেতা ছিলাম।তাই একজন পা হারানো ছাত্রলীগ নেতা মাসুদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব।এমন ছোটখাটো বিষয়ও যদি মাননীয় প্রধানমন্ত্রীকেই দেখতে হয়,তাহলে আমরা আছি কেন?গতকাল সোমবার (১৬ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর কক্ষে আহত আবদুল্লাহ আল মাসুদ দেখা করতে গেলে আবেগ আপ্লুত হয়ে এসব কথা বলেন।
তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি মাসুদের খোঁজখবর নেয়ার পর তিনি অনুদানের টাকা হস্তান্তর করেন।একই সঙ্গে মাসুদের চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।আগামী কাল থেকেই তার চিকিৎসা শুরু হবে।

জামাত-শিবিরের হামলায় পা হারানো ছাত্রলীগ নেতা মাসুদের খোঁজখবর নিচ্ছেন তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি এ সময় গণমাধ্যমকর্মীদের সামনে আবেগাপ্লুত পা হারানো ছাত্রলীগ নেতা মাসুদ তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ৫-৬ লাখ টাকার সংকুলান হলে তিনি একটি কৃত্রিম পা সংযোজন করতে পারবেন।

এতে কিছুটা হলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন তিনি।তিনি তার ভবিষ্যৎ চলার জন্য একটি চাকুরীর ব্যবস্থা করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button