দেশজুড়ে
গোপালপুরে মাদ্রাসা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
মো.নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ডুবাইল গাঙ্গাপাড়া জান্নাতুলবাকী গোরস্থান নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার ত্রিতল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংসদ ছোট মনির।
শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসা মাঠে মাদ্রাসার সভাপতি আলহাজ্ব কে এম আবুল হাসেম এর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, ছাত্রলীগ আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, পৌর কাউন্সিলর মো. নাসির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।