সাহিত্য ও সংস্কৃতি
আত্মজা
আত্মজা
লুৎপেয়ারা ফেরদৌসী
ভালবাসি ;
বড় বেশী আমার আত্মজাকে,
বক্ষপিঞ্জরে সযত্নে থাকা হৃৎপিন্ড টুকু
অনায়াসেই দিয়ে দিতে পারি
স্নেহ ভরা মায়া মুখ যার,
যে ভুলিয়ে দেয় আমার সমস্ত যাতনা।
সবকিছুকে গ্রাস করে তুমি
ভালবাসার পূর্ণতায়,
আমার হৃদয়ের পালংকে বসিয়া
আলোর ঝাড়বাতি হয়ে জ্বালিয়ে দাও,
জ্ঞানের চিরন্তন শিখা।
প্রাপ্তি;
থামিয়ে দিওনা তোমার চলার গতি,
তুমি হোঁচট খেয়ো না
বরং মোর ইচ্ছা পূরণে অগ্রগামী হয়ে,
অন্ধকারের দীপ হও
এ বসুন্ধরায়।
সহযোগী অধ্যাপক,
শাহ সুলতান (রঃ)ডিগ্রি মহাবিদ্যালয়,
মদনপুর , নেত্রকোনা