রাজারহাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালিত
সরকার অরুণ যদু ,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এসময় বেগম মুজিবের ভার্চুয়াল জন্ম বার্ষিকীর অনুষ্ঠান প্রদর্শন করা হয়।
রবিবার দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।
এতে অন্যন্যদের উপস্থিত ছিলেন,রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.জোবাইদুল কবির,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান, জেলা আওয়ামীলীগ সদস্য চাষী আব্দুস ছালাম,রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু,উপজেলা যুবলীগ নেতা ছামিউল ইসলাম, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম প্রমূখ।
শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ৭জন প্রশিক্ষনার্থীর মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।