দেশজুড়ে
সিরাজদিখানে গাজাসহ মাদক ব্যবসায়ী আটক
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১ কেজী গাজাসহ রবিউল্লা মিয়া (৬১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারসুর বাজার সংলগ্ন মরিচা ব্রীজ থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার সোনা কান্দা গ্রামের মৃত আ: সামাদ মিয়ার পুত্র ।
শেখেরনগর তদন্ত কেন্দ্রের এস আই অহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই সানোয়ার মিয়াকে সাথে নিয়ে মাদক ব্যবসায়ী রবিউল্লার দেহে তল্লাশী চালিয়ে এক কেজী গাজা উদ্ধার করা হয় । তার বিরুদ্ধে সিরাজদীখান থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং তাকে মুন্সীগঞ্জ কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে ।