শেখ হাসিনার কারণে প্রত্যন্ত গ্রামের মানুষ আজ সহজে টিকা পাচ্ছে

0
95

শিমুল, দিনাজপুর প্রতিনিধি: জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতার কারণে প্রত্যন্ত গ্রামের মানুষ সহজেই আজ করোনা টিকা পাচ্ছে উল্লেখ করে দিনাজপুর সদরের আস্করপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেছেন, এত দ্রুত ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে তা কল্পনা করেনি কেউ।

মহামারী করোনায় অনেক কাছের আত্মিয়-স্বজন হারিয়েছি আমরা। উন্নত অনেক রাষ্ট্রের তুলনায় বাংলাদেশে করোনা টিকা সহজলভ্য হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের কারণে। তিনি সকলকে ধৈয্য ধরার আহবান জানিয়ে বলেন, পর্যায়ক্রমে সকল মানুষকে টিকার আওতায় আনা হবে, সকলেরই টিকা নেওয়া উচিত। টিকা নেওয়ার পর অবশ্যই মাস্ক পরতে হবে, নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখার জন্য টিকা নেওয়ার পরও মাস্ক পড়া জরুরী।

৭ আগষ্ট শনিবার দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের সুন্দরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে “প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার টিকা হবে সবার” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২১ উদ্বোধনী অনুষ্ঠানে আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আইসিটি অফিসার (টেক কর্মকর্তা) মোঃ রুবেল মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক বিশ্ব নাথ বসাক, আস্করপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ জাকিয়া সুলতানা চন্দন, ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যাবৃন্দ।