মোহনপুরে আশ্রয়ন প্রকল্পের উপকার ভোগীদের সাথে বিভাগীয় কমিশনারের মত বিনিময়
রিপন আলী, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর মোহনপুর উপজেলার প্রশাসনের আয়োজনে ঘাসিগ্রাম ইউনিয়নের বেলনা ঝালপকুর আশ্রয়ন প্রকল্পের উপকার ভোগিদের সাথে মত বিনিময় সভা আজ শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল,প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগী কমিশনার ড. হুমায়ুন কবীর তিনি তার বক্তব্যে বলেন ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার বঙ্গবন্ধুর সপ্ন বাস্তবায়ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাল্য বিয়ে না দেয়ার জন্য আহব্বান করেন,ছেলেমেয়েদের কে স্কুলে পাঠানো ও লেখাপড়ার কোন বিকল্প নেই এবং করোনার টিকা নেওয়া ও স¦াস্থ্য বিধি মেনে চলার জন্য কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন,কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ,অফিসার ইনচার্জ ওসি তোহিদুল ইসলাম , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার,প্যানেল চেয়ারম্যান আশরাফ আলী,পরে শিক্ষার্থী ও অসহায়দের ১২ জনের মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দেন প্রধান অতিথি।