গাজীপুরে দূরপাল্লার ৪৭ বাস আটক
করোনা সংক্রমণ কমাতে সরকারের ঘোষিত লকডাউনের নিয়ম অমান্য করে দূরপাল্লার বাস চলাকালে গাজীপুরে ৪৭টি বাস আটক করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত থেকে শুক্রবার (৬ আগস্ট) দুপুর পর্যন্ত দূরপাল্লার বাসগুলো মহাসড়ক করে পুলিশ।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সাতটি দূরপাল্লার যাত্রীবাহী বাস আটক করা হয়েছে। এসব বাসের বিরুদ্ধে মামলা দেয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে বাসগুলো ছেড়ে দেয়া হবে।
সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর চন্দ্রা ও মৌচাকসহ বিভিন্ন এলাকা থেকে ৪০টি দূরপাল্লার যাত্রীবাহী বাস আটক করা হয়েছে। রাতের বেলায় বিধিনিষেধ শিথিল থাকায় এ সুযোগে কিছু দূরপাল্লার বাস মহাসড়কে চলাচল করে। পরে রাতে চেকপোস্ট বসিয়ে ৪০টি দূরপাল্লার বাস আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পর্যায়ক্রমে বাসগুলো ছেড়ে দেওয়া হবে।