ঘাটাইলে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে নানা অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী সাথে পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃকিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ক্রিড়া সংস্থাসহ বিভিন্ন সরকারী দপ্তর ও প্রতিষ্ঠান। পওে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন, পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ), ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিঃ মাসুদুর রহমান আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান (হেস্টিংস), মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ সরোয়ার আলম রুবেল, সরকারি জিবিজি কলেজের সাবেক ভিপি মোঃ আবু সাইদ রুবেল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।