চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ এর অভিযানে গাঁজাসহ আটক ১
ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে শিবগঞ্জ থানার মোবারকপুর ইউপি’র শিকারপুর থেকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
৩ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ২ কেজি গাঁজাসহ আটক হয়, শিবগঞ্জ উপজেলার গোলাপবাজার টোলবাড়ী গ্রামের মৃত আফসার আলীর ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী মো. সেলিম রেজা (৫৫)।
র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল স্কোয়াড কোমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃত্বে মঙ্গলবার সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাববগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মোবারকপুর ইউনিয়নের শিকারপুরের একটি আমবাগনের ভিতরে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সেলিম রেজা (৫৫) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে মোবাইল সেট-১টি, সীমকার্ড-১টি এবং বাইসাইকেল-১টি উদ্ধার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।