দেশজুড়ে

ওবায়দুল কাদেরের বাড়ির সামনে গুলি ককটেল বিস্ফোরণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে গুলি ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৪টার দিকে বসুরহাট পৌরসভার রাজাপুরে গ্রামের বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের বসুরহাট টু দাগনভূঞা সড়কে মন্ত্রীর বাড়ির সামনে বিকেল ৪টার দিকে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে কে বা কারা গুলি-বোমা নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ঘটনার পর পুলিশ একটি কার্তুজ ও ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

জানা গেছে, ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌর মেয়র কাদের মির্জা চিকিৎসার জন্য দেশের বাহিরে অবস্থান করছেন। তবে ঘটনার সময় তার স্ত্রী ও পরিবারের সদস্যরা ওই বাড়িতে ছিলেন।

কাদের মির্জার স্ত্রী আক্তার জাহান অভিযোগ করেছেন, মেয়রের প্রতিপক্ষরা বাড়িতে গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এদিকে এ ঘটনার পর থেকে আবদুল কাদের মির্জার সমর্থক ও প্রতিপক্ষের মাঝে থমথমে অবস্থা বিরাজ করতেছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button