দেশজুড়ে

মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ্

মোঃইমরান হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছে পটুয়াখালীর কৃতি সন্তান মোঃ মাসুম বিল্লাহ্ (এলিট)।

শনিবার (৩১ জুলাই) বিকাল ৫ ঘটিকায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল-মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, মোঃ মাসুম বিল্লাহ্ (এলিট) বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

মোঃ মাসুম বিল্লাহ্ (এলিট) বলেন, “আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার অবিসংবাদিত নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত ও পরিচালিত হয়েছিল। আমি আরও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ সম্ভ্রম হারা মা-বোনকে। কৃতজ্ঞতা জানাচ্ছি পঙ্গু মুক্তিযোদ্ধাসহ জীবিত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি। আমি জাতির পিতার সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি কারন তার সরকারের যোগ্য নেতৃত্বের কারনে ইতোমধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছি।

মুজিববাদ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবো এটাই আমার অঙ্গীকার।”

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button