দেশজুড়ে

খুলনার দুই হাসপাতালে করোনায় আরও ৫ জনের মৃত্যু

খুলনার দুই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) পৃথকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন। মৃতদের মধ্যে শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে দুইজন ও গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ বলেন, ‘গত ২৪ ঘণ্টয় হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনা নগরীর শামসুর রহমান রোডের মনোয়ারা বেগম (৬৭) ও বাগেরহাট মোড়েলগঞ্জের দেলোয়ার হোসেন (৭০)। হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ভর্তি রয়েছেন ৪১ জন।’

গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার বয়রা রায়ের মহল এলাকার শেখ আব্দুস সবুর (৭৫), ঝিনাইদহের কালিগঞ্জের একতারপুরের লুৎফর রহমান (৯০) ও ঝিনাইদহ কোটচাঁদপুরের মো. আনসার উদ্দিন (৮০)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ৬৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।’

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button