জামালপুর জেলা শাখা কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড এর কমিটি গঠিত

0
92

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড ( সম্মিলিত মানবাধিকার বিশ্ব ) জামালপুর জেলা শাখা কমিটি হয়েছে। ১০ জুলাই ২০২১শনিবার সকাল ১০টায় কলিমুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে স্বাস্হ্যবিধি মেনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক এম.এইচ. মজনু মোল্লা-কে সভাপতি, শিক্ষানবিশ আইনজীবী মো. মেজবাহ উদ্দিন শাকিল-কে সাধারণ সম্পাদক এবং ডাক্তার মো. শফিকুল ইসলাম আজাদ খান-কে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে ।

সিনিয়র সাংবাদিক এম.এইচ. মজনু মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় মানবাধিকার সম্পর্কিত ব্যাপক আলোচনা এবং কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড ( সম্মিলিত মানবাধিকার বিশ্ব) -এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ব্যাপক আলোচনাহয়। এ সময় কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন । নবগঠিত কমিটির সদস্যগণ অত্র সংগঠনের কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক মানবাধিকার বিষষক কর্মকান্ড পরিচালনার অঙ্গীকারাবদ্ধ হন এবং
কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড ( সম্মিলিত মানবাধিকার বিশ্ব) -এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাননীয় চেয়ারম্যান এম.এ সোহেল আহমেদ মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন ।

নবগঠিত কমিটির সভাপতি এম.এইচ মজনু মোল্লা-এর নেতৃত্বে করোনা সংক্রমণ রোধে বিনামূল্যে শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে ।

নবগঠিত কমিটি অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আইনজীবী মো. আইয়ুব আলী, সহ-সভাপতি মোহাম্মদ শাহিনুর রহমান, ডাক্তার আমিনুল ইসলাম আদু, মো. শাহীনুর ইসলাম, যুগ্ম সম্পাদক মো. এনামুল হক খান, মো. সুলতান মাহমুদ, মোহাম্মদ তাজুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আব্দুল মান্নান চৌধুরী, যুগ্ম অর্থ সম্পাদক রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক এস.এম.এ. আউয়াল, মো. এমদাদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মিজানুর রহমান মামুন, আইন বিষয়ক সম্পাদক আইনজীবী মো. মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. বিলকিছ আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক মো. মামুন রায়হান, আন্তর্জাতিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা, মো. মুরাদুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শুভ, মো. শামিউল হাসান, নির্বাহী সদস্য মোহাম্মদ মুশফেকুছ সালেহীন, মো. মোস্তাফিজুর রহমান কাজল, মো.হামিদুল ইসলাম ও এস.এম.জুলফিকার আলী লেবু।