জাপানে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে দক্ষতা ও ভাষা শিক্ষার ওপর গুরুত্ব আরোপ


আহছানুল আমীন জর্জ, খুলনা : দেশে ও বিদেশে বিভিন্ন খাতে দক্ষ জনশক্তির চাহিদা দ্রুত বাড়ছে। বিশেষ করে জাপানে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের বড় সম্ভাবনা তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে কারিগরি দক্ষতা ও জাপানি ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।
জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ)-এর উদ্যোগে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকালে খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে ‘জাপানে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী। তিনি বলেন, জাপানে বয়স্ক জনসংখ্যা বাড়ছে এবং কর্মক্ষম মানুষের সংখ্যা কমছে। ফলে আগামী দিনে জাপানে দক্ষ বিদেশি কর্মীর চাহিদা আরও বাড়বে। এই চাহিদা পূরণে বাংলাদেশ একটি বড় সম্ভাবনাময় দেশ হতে পারে।
রাষ্ট্রদূত আরও বলেন, জাপানের শ্রমবাজারে প্রবেশের ক্ষেত্রে কারিগরি দক্ষতার পাশাপাশি জাপানি ভাষায় পারদর্শিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষা দক্ষতা থাকলে কর্মসংস্থান ও উচ্চশিক্ষা—দুই ক্ষেত্রেই সুযোগ অনেক বেড়ে যায়। এজন্য বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষা সম্প্রসারণের ওপর জোর দেন তিনি।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ তৌহিদুর রহমান। তিনি বলেন, এনএইচআরডিএফ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন কার্যক্রমে সহায়তা দিয়ে আসছে। জাপানের শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে সেবা ও কারিগরি খাতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে এনএইচআরডিএফ-এর উদ্যোগে জাপানি ভাষা শিক্ষার কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, যাতে আগ্রহী শিক্ষার্থী ও তরুণরা জাপানের শ্রমবাজারের জন্য প্রস্তুত হতে পারেন।
অনুষ্ঠানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজলাল কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ । তিনি বলেন, জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে হলে শিক্ষার্থী ও তরুণদের যথাযথ প্রস্তুতি নিতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের জন্য জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।



