খুলনা
টুরিস্ট পুলিশের সুন্দরবন জোন পরিদর্শনে পুলিশ সুপার শুক্লা সাহা


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো : টুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়নের পুলিশ সুপার জনাব শুক্লা সাহা, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ১২ জানুয়ারি সোমবার টুরিস্ট পুলিশ, সুন্দরবন জোন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি টুরিস্ট পুলিশ, সুন্দরবন জোনের কার্যালয় ঘুরে দেখেন এবং সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেন। এ সময় টুরিস্ট পুলিশ, সুন্দরবন জোনে কর্মরত অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি দাপ্তরিক কার্যক্রম, পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা এবং সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
১৩ জানুয়ারি (মঙ্গলবার) টুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন কার্যালয় সূত্রে উপরোল্লিখিত তথ্য জানানো হয়।



