খুলনা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তিন দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার ১৫ জানুয়ারি খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী বিশেষ সহকারী ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলার ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোক্তাদের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় যোগদান করবেন। তিনি বিকাল চারটায় বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ এ ই-টিকিটিং বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণ এবং সাড়ে চারটায় বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন পরিষদ নাগরিক সেবা কেন্দ্র পরিদর্শন করবেন।

তিনি ১৭ জানুয়ারি সুবিধাজনক সময়ে সুন্দরবন করমজল ই-টিকিটিং বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। বিকালে বিশেষ সহকারী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

এই বিভাগের আরও সংবাদ