হাইওয়ে পুলিশের সার্জেন্ট সেজে প্রতারণা: গ্রেপ্তার ৩


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : হাইওয়ে পুলিশের সার্জেন্ট পরিচয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই), খুলনা। এ সময় প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন, ওয়াকিটকি সেট, ভুয়া ভিজিটিং কার্ড ও পুলিশের লোগোযুক্ত পোশাকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
পিবিআই জানায়, খুলনার সোনাডাঙ্গা এলাকার পিকআপচালক মো. শুকুর আলীর কাছ থেকে পুরোনো অটোরিকশার ব্যাটারি নিলামে বিক্রির প্রলোভন দেখিয়ে ৮৫ হাজার টাকা আত্মসাৎ করেন প্রতারকেরা। হাইওয়ে পুলিশের সার্জেন্ট পরিচয় দিয়ে প্রথমে একটি ভিজিটিং কার্ড ও পরে ফোনে বিশ্বাসযোগ্য কথা বলে টাকা নেওয়া হয়। পরে ব্যাটারি না দিয়ে আরও টাকা দাবি করলে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়।
এ ঘটনায় শুকুর আলী পিবিআই খুলনা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পেয়ে পিবিআইয়ের একটি দল খুলনা, যশোর ও মাগুরায় অভিযান চালিয়ে গত সোমবার রাতে মাগুরা সদর এলাকা থেকে এসএম শাহিন (৫০), মো. নাজমুল হাসান (৩২) ও ওবায়দুল বিশ্বাস (৩৪) নামের তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ওয়াকিটকি সেট, একাধিক ভুয়া ভিজিটিং কার্ড এবং পুলিশের লোগোযুক্ত পোশাক উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। পিবিআই জানিয়েছে, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



