ময়মনসিংহ

নান্দাইলে সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত ইউএনওর মতবিনিময় অনুষ্ঠিত

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের উপজেলা নান্দাইলে নবযোগদানকৃত ইউএনও ফাতেমা জান্নাত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসিনক সভাকক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে তিনি নিজের পরিচয় তুলে ধরে উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং উপস্থিত সাংবাদিকদের পরিচয় জানেন। এসময় উন্মুক্ত আলোচনায় নান্দাইলের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে জানেন। পরে ইউএনও ফাতেমা জান্নাত তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ।

প্রশাসন ও সাংবাদিক একে অপরের পরিপূরক। তিনি সততা ও পরিশ্রমের মাধ্যমে তার দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং এই মহৎ কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরও সংবাদ