এদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া


আজ ২৫ অক্টোবর ২০২৫ শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সেলিম ভূঁইয়া বলেন, দল থেকে যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। কেউ যদি প্রার্থী হয় বা বিশৃঙ্খলা করার চেষ্টা করে তার বিরুদ্ধে দলীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। নির্বাচনের নামে তামাশা হয়েছে। আমি-ডামি নির্বাচন হয়েছে। বিএনপির দাবি ছিল নিরপেক্ষ নির্বাচন। সে অনুযায়ী অন্তবর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। এই নির্বাচনের জন্য বাংলাদেশের মা-বোনেরা, ছাত্র সমাজ অধীর আগ্রহে অপেক্ষ করছে কখন নির্বাচন হবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
জেলা বিএনপির সদস্য ও কসবা-আখাউড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কবীর আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোস্তাক মিয়া।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভাপতি এড. ইসমত আরা, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, কসবা উপজেলা বিএনপির সভাপতি এড. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন প্রমুখ।



