দুর্দিনে কসবা-আখাউড়ার বিএনপির কান্ডারি আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া আবারও আলোচনায়


ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, দলের দুর্দিনের নির্যাতিত ও ত্যাগী নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া ফের আলোচনায় এসেছেন। রাজনৈতিক প্রতিকূলতা, গ্রেপ্তার, নির্যাতন ও গুমের মতো ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়েও তিনি বিএনপির আদর্শ ও রাজনীতিতে অবিচল থেকেছেন।
দলের কঠিন সময়ে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে সাহস জুগিয়েছেন এই নিবেদিতপ্রাণ নেতা। কসবা ও আখাউড়া জুড়ে তিনি বিএনপির তৃণমূল সংগঠনকে নতুন করে উজ্জীবিত করছেন। স্থানীয় নেতাকর্মীরা তাকে ভালোবেসে বলেন— “দুর্দিনের কান্ডারি”।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের একজন অগ্রণী মুখ হিসেবে দুঃসময়ে দলীয় কার্যক্রম চালিয়ে গেছেন নির্ভীকভাবে।
বর্তমানে তার নেতৃত্বে কসবা-আখাউড়ার বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো নতুন উদ্যমে সংগঠিত হচ্ছে। তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং সৎ, ত্যাগী ও মানবিক রাজনৈতিক চেতনার জন্য এলাকাবাসীর কাছে তিনি একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।
দলের স্থানীয় নেতারা জানান, আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার সক্রিয় নেতৃত্বে বিএনপি কসবা-আখাউড়া অঞ্চলে আবারও শক্ত ভিত্তি ফিরে পাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি বিএনপির অন্যতম সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
তার অনুসারীরা বলেন — “দুর্দিনে ছিলেন পাশে, এখনো আছেন আশার প্রতীক — আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া।”



