আখাউড়া পৌরসভায় ৩১ দফার বার্তা পৌঁছে দিলেন কবীর আহমেদ ভূঁইয়া


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি”র বার্তা আখাউড়া পৌরসভায় ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন দলের মনোনয়ন প্রত্যাশী, আন্তর্জাতিক ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক ও ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।
গতকাল দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিএনপি নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি মসজিদপাড়া, মালদারপাড়া, সড়ক বাজার, শ্রীশ্রী রাধা মাধব আখড়াসহ ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসাধারণের কাছে ৩১ দফা কর্মসূচির মূল বার্তা তুলে ধরেন।
কর্মসূচিতে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়; এটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও জনগণের ক্ষমতায়নের রাষ্ট্র গঠনের জাতীয় অঙ্গীকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্র ও স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছিলেন, তারই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি।”
দিনের শুরুতে তিনি নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
দিনব্যাপী এ প্রচারণায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।



