মানিকগঞ্জে নতুন সনাক্ত ২৮জন , মোট আক্রান্ত ৩৪৫

0
74

মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী রেড় জোন মানিকগঞ্জ জেলা। প্রতিদিনই নতুন করে সনাক্ত হচ্ছে এ জেলায় । আজও ২৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের ৩৪৫ জন।

নতুন শনাক্তদের মধ্যে সাটুরিয়া উপজেলায় ১০ জন, মানিকগঞ্জ সদর উপজেলায় ৭ জন, সিংগাইর উপজেলায় ৫ জন, ঘিওর উপজেলায় ৩জন ও শিবালয় উপজেলায় ৩ জন।

সোমবার এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুন নাহার বন্যা ।

তিনি বলেন, ‘এ পর্যন্ত মোট তিন হাজার ৪৮৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিল। এর মধ্যে তিন হাজার ৯০টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ৩৪৫ জনের দেহে।

এদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১০০ জন, সাটুরিয়া উপজেলায় ৬৯ জন, সিংগাইর উপজেলায় ৬৫ জন, ঘিওর উপজেলায় রয়েছেন ৪৯ জন, হরিরামপুর উপজেলায় ২৮, শিবালয় উপজেলায় ২৫ জন ও দৌলতপুর উপজেলায় রয়েছেন ৯ জন।’

আক্রান্তদের মধ্যে ২৫ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ২১৮ জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। সুস্থ হয়েছেন ৯৯ জন এবং মারা গেছেন ৩ জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫ জন।