আগুয়েরো এখন বার্সার হয়ে খেলবেন

0
90

দীর্ঘদিনের ক্লাব ম্যানচেস্টার সিটিকে বিদায় জানিয়ে দিয়েছেন সার্জিও আগুয়েরো। আর্জেন্টাইন স্ট্রাইকারের নতুন ঠিকানা এবার স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। দুই বছরের চুক্তিতে কাতালান ক্লাবটিতে যোগ দিয়েছেন এক দশক ধরে ইংলিশ লিগে খেলা এই তারকা ফুটবলার।

গতকাল সোমবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বার্সেলোনা। ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষে ফ্রি ট্রান্সফার ফি তে বার্সেলোনায় মিশন শুরু করবেন আগুয়েরো। বার্সেলোনার জার্সিতে চুক্তি অনুযায়ী ২০২২-২৩ মৌসুমের শেষ পর্যন্ত খেলবেন আর্জেন্টাইন তারকা। ১০ কোটি ইউরো বাইআউট ক্লজে আগুয়েরোকে কিনেছে বার্সেলোনা।

প্রায় এক দশক আগে সোয়ান সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ লিগে অভিষেক হয়েছিল সার্জিও আগুয়েরোর। সে ম্যাচের ৬০ মিনিটে নেমে জোড়া গোল করেছিলেন তিনি। ম্যানচেস্টার সিটির হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচে বদলি হিসেবে খেলতে নেমে জোড়া গোল করলেন তিনি। তাই বিদায়ী ম্যাচটি করে রাখলেন স্মরণীয়।