খুলনায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

0
95

খুলনা প্রতিনিধি : ৮ জুন সোমবার ভোরে খুলনায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খুমেক সূত্রে জানা যায় , রবিবার (৭ জুন) দিবাগত রাত পৌনে ১২টা থেকে সোমবার (৮ জুন) ভোর ৫টা ৩৫ মিনিটের মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ফ্লু কর্নারে তাদের মৃত্যু হয়।

খুমেক ফ্লু কর্নারের মুখপাত্র , আরএমও ডা. মিজানুর রহমান জানান, রবিবার সকাল ৯টা ৪০ মিনিটে করোনা সন্দেহে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি হন খুলনা মহানগরীর রায়ের মহল এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন (৬৫)। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফ্লু কর্নারে নেওয়া হয়। সেখানেই সোমবার ভোর ৫টা ৩৫ মিনিটে তিনি মারা যান।

তাছাড়া রবিবার রাত ১১টার দিকে জ্বর, কা‌শি নি‌য়ে হাসপাতালে ভর্তি হয় খুলনা মহানগরীর দৌলতপুর এলাকার রাজিব হোসেনের মেয়ে মিম (১২)। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

এছাড়া ২ দিন ধরে জ্বর, কাশি নিয়ে ফ্লু কর্নারে ভর্তি ছিলেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সুশান্ত মণ্ডলের ছেলে রিপন (২২)। রবিবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে তিনি মারা যান।

করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে তাদের তাদের সবার নমুনা সংগ্রহ করা হবে বলে জানান ডাঃ মিজানুর রহমান।