যুক্তরাষ্ট্রেই করোনার শিকার ২০ লাখের বেশি মানুষ

0
100

বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত ২০ লাখ ছাড়িয়েছে। প্রতিদিনের রেকর্ড আক্রান্তের পাশাপাশি এখনও বাড়ছে স্বজন হারাদের মিছিল। না ফেরার দেশে দেশটিতে বসবাসরত ১ লাখ প্রায় সাড়ে ১২ হাজার মানুষ।

এমন অবস্থায় গত দু’দিন আগে ২০ লাখ ডোজ করোনার প্রতিষেধক প্রস্তুত রয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিরাপদ প্রমাণিত হলেই কেবল প্রয়োগ করা হবে।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্তের তালিকায় যোগ হয়েছে ১৮ হাজার ৯০৫ জন। এতে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৭ হাজার ৪৪৯ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৩৭৩ জনের। এ নিয়ে দেশটির ১ লাখ ১২ হাজার ৪৬৯ জন মানুষের মৃত্যু হলো করোনায়। যদিও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭ লাখ প্রায় ৬২ হাজার মানুষ।

এর মধ্যে শুধু নিউইয়র্কেই আক্রান্ত ৪ লাখে কাছাকাছি। যেখানে ৩০ হাজার ৪৪২ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। দ্বিতীয় স্থানে থাকা নিউ জার্সিতে আক্রান্ত ১ লাখ সাড়ে ৬৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ১২ হাজার ২১৬ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্ত বেড়েছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমণ ১ লাখ প্রায় ৩২ হাজার, প্রাণহানি ৪ হাজার ৬৫৩ জন। ইলিনয়সে আক্রান্ত ১ লাখ ২৮হাজারের কাছাকাছি, মৃত্যু হয়েছে ৫ হাজার ৯০৪ জনের।

সংক্রমণ ১ লাখ সাড়ে ৩ হাজারে পৌঁছেছে ম্যাসাসুয়েটসসে, যেখানে প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৩১৬ জনের। করোনার সংক্রমণ ৮০ পেরিয়েছে পেনসিলভেনিয়ায়। প্রাণ গেছে সেখানে ৬ হাজারের বেশি মানুষের।