কবিতা: আনন্দময়

0
153

আনন্দময়
সুদীপ চন্দ্র হালদার

আনন্দময় বড় আনন্দময়,
বৃষ্টিস্নাত ঐ দখিনা আকাশে সপ্তরংয়ের রংধনু;
আনন্দময় বড় আনন্দময়,
পূর্ণিমার জোৎস্না আলোকিত সন্ধ্যা রাতের রুপ; আনন্দময় বড় আনন্দময়,
অমাবস্যার রাতে দূরাকাশের তারা’র মিটিমিটি আলো;
আনন্দময় বড় আনন্দময়,
নবারুণের আলোয় উদ্ভাসিত আলোকিত জগত;

আনন্দময় বড় আনন্দময়,
করোনা-বন্দী দূরন্ত বালকের ছাদেতে ঘুড়ি ওড়ানো;
আনন্দময় বড় আনন্দময়,
কিশোরের হ্যারি পটার পড়ে ইউটোপিয়ানরাজ্যের কল্প;
আনন্দময় বড় আনন্দময়,
কিশোরীর প্রথম প্রেমে পড়ার সেই চিররঙিন আনন্দ;
আনন্দময় বড় আনন্দময়,
প্রিয়তমের আড়কোলা প্রেয়সীর স্বর্গীয় গভীর চুম্বন।

আনন্দময় বড় আনন্দময়,
সর্বত্র ফ্লোরেন্স নাইটিঙ্গেলদের সেবা-শান্তির উল্লাস;
আনন্দময় বড় আনন্দময়,
ক্লান্তি অবসাদ ঝেড়ে শিক্ষানবিশ ডাক্তারের নৃত্যগীত;
আনন্দময় বড় আনন্দময়,
করোনা রুগীর সুস্থতায় ডাক্তার বাবুর অমিয় সন্তোষ;
আনন্দময় বড় আনন্দময়,
আইসিইউ ছেড়ে সুস্থ মা’য়ের ছেলেকে পাবার পুলক।

আনন্দময় বড় আনন্দময়,
কমলাপুরের বস্তির ভাইটির ইঞ্জিনিয়ার হওয়ার গল্প;
আনন্দময় বড় আনন্দময়,
মেথরপট্টির ভাইয়ের উল্লাস, হয়ে আইনে শাস্ত্রে স্নাতক;
আনন্দময় বড় আনন্দময়,
সংস্কারের নিশান হাতে দলিত কণ্যার সম্মুখ চলন;
আনন্দময় বড় আনন্দময়,
সাদা-কালো’র তফাৎ ঘুচে মার্টিন-ম্যান্ডেলার স্বপ্নপূরণ।

আনন্দময় বড় আনন্দময়,
যুদ্ধবিরতিতে সন্তানের মুখপানে মায়ের অম্লান হাসি; আনন্দময় বড় আনন্দময়,
কাশ্মীরি পণ্ডিতদের স্বজন নিয়ে ঘরে ফেরার উচ্ছ্বাস;
আনন্দময় বড় আনন্দময়,
অস্বচ্ছ প্রক্রিয়ায় আইনী হেফাজতে রোজিনার মুক্তি;
আনন্দময় বড় আনন্দময়,
সদ্য ‘বিজয়া ভাস্কর’এ প্রেসের স্বাধীনতায় অটুট কোর্ট।

আনন্দময় বড় আনন্দময়,
রবি-বঙ্গবন্ধুর সোনার বাংলায় দোলায়িত ধান ক্ষেত;
আনন্দময় বড় আনন্দময়,
মহতীর চাল-ডাল নিয়ে করোনা-দুঃখীর গৃহে শুভাগমন;
আনন্দময় বড় আনন্দময়,
সত্য-ন্যায়-কল্যাণ’তরে যুবার দৃপ্ত গমণ হয়ে বে-আদব;
আনন্দময় বড় আনন্দময়,
করোনা আক্রান্ত বন্ধুর পাশে সিলিন্ডার হাতে বন্ধু।

আনন্দময় বড় আনন্দময়,
পুরনো দিনের সুরেলা গান শুনতে শুনতে কবিতালেখা;
আনন্দময় বড় আনন্দময়,
সত্যনিষ্ঠের আগ্নেয়গিরির লাভায় দাঁড়িয়ে স্নিগ্ধ হাসি;
আনন্দময় বড় আনন্দময়,
আলোকময়-প্রেমময় ধরা’র চতুর্দিক মহানন্দের বন্যা;
আনন্দময় বড় আনন্দময়,
সচ্চিদানন্দের উপহার এই জগত নিশ্চয়ই আনন্দময়।