নওগাঁর মান্দায় মসজিদে দানের টাকা কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১আহত-১

0
95

মোঃ সুইট হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃ মসজিদের দানের টাকা ঘোষণা দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও মারপিটে একজন নিহত।

নওগাঁর মান্দা উপজেলার বাদলঘাটা উত্তরপাড়া মসজিদের দানের টাকা ঘোষণা দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও মারপিটে আহত তোফাজ্জল হোসেন (৪০) মারা গেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান তিনি। নিহত তোফাজ্জল হোসেনের ভাই ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মকলেছার রহমান রাজশাহী মেডিক্যালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার জুমার নামাজের পর সংঘর্ষের এ ঘটনায় নিহতের ছোটভাই হেলাল হোসেন বাদি হয়ে প্রতিপক্ষের আব্দুল জলিলসহ ৬ জনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর অভিযান চালিয়ে আব্দুল জলিল ও তার পুত্রবধূ নার্গিস বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, তোফাজ্জল হোসেনের মৃত্যুর সংবাদ শনিবার সকালে এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসী একত্রিত হয়ে আব্দুল জলিলের বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ ওই বাড়িতে অবরুদ্ধ অবস্থায় থাকা আব্দুল জলিলের পুত্রবধূ নার্গিস বেগমসহ তার দুই শিশু সন্তানকে উদ্ধার করে। বর্তমানে ওই বাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। গ্রেপ্তার দু’জনকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, মান্দা উপজেলার ইউনিয়নের বাদলঘাটা উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে স্থানীয় দুই ব্যক্তি ৮শ’ টাকা দান করেন। জুমার নামাজ শেষে মুসল্লিদের অবহিত করতে দানের এ টাকার ঘোষণা দেন মসজিদ কমিটির সেক্রেটারি মকলেছার রহমান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে গ্রামের আব্দুল জলিলের ছেলে শাকিল হোসেন সেক্রেটারি মকলেছার রহমানকে লাঞ্ছিত করেন। এ নিয়ে দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মকলেছার রহমান (৪২) ও তোফাজ্জল হোসেন (৪০) গুরুতর জখম হন।