ধামরাইয়ে কোভিড-১৯ নতুন আক্রান্ত ১৭ জন, মোট ২০৪ জন, মৃত্যু ২, সুস্থ ২৭ জন

0
85

রনজিত কুমার পাল (বাবু),ঢাকা জেলা প্রতিনিধি :ধামরাই উপজেলা’য় গত ২৪ ঘন্টায় ১৭ জন করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার রিপোর্ট এসেছে। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছেন ২০৪ জন।ঢাকা জেলার ধামরাই উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত- ১৭ জন (কালামপুর-, কুশুরা, কাকরান- ভাড়ারিয়া, ইসলামপুর, আমবাগান, চৌদালীপাড়া, তালতলা, বাসনা- সানোড়া, মহিশাষী- সানোড়া, পাঠানটোলা) এলাকার মানুষের দেহে নোভেল করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত শনাক্ত হয়েছে।

উল্লেখ্য- পূর্বের ১৯ জন ও আজকে মোট সুস্থ হয়েছেন ৮ জন সর্বমোট সুস্হ হয়েছেন ২৭ জন।শনিবার (৬ই জুন ) ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নূর রিফফাত আরা এ’তথ্য নিশ্চিত করেছেন।

এ’পর্যন্ত ধামরাই উপজেলায় ১৩১০ জন লোকের করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ধামরাইয়ে এ’নিয়ে ২০৪ জনের দেহে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত শনাক্ত হয়েছে।২০৪ জনের মধ্যে সর্বশেষ আজকের ৬ ই জুন ২০২০ খ্রীস্টাব্দ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সুস্থ ৮ জন সহ সর্বমোট (পূর্বের১৯ জন সহ ২৭ জন করোনামুক্ত হয়েছেন।

এছাড়াও, উনাদের সুস্থতা পরবর্তী জীবন যাপনের বিষয়ে স্বাস্থ্য শিক্ষা দিয়ে সচেতন করা হয়।
এ’নিয়ে নতুন ৮ জন সুস্হ্য সহ মোট ২৭ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৩৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে বাকী আক্রান্ত রোগীরা বাড়ি আইসোলেশনে রাখা হয়েছে।