মক্কায় প্রতিদিন দশ হাজার রোজাদারকে ইফতার বিতরণ

0
103

আব্দুল্লাহ আল মামুন সৌদি আরব থেকে: সৌদি আরবের পবিত্র নগরী মক্কাতে প্রথম ১৫ দিনে প্রায় ১১৫০০০ রোজাদার ব্যক্তিকে বিনামূল্যে ইফতার ও রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে এই কাজটি করেছে দেশটির স্বেচ্ছাসেবী সংগঠন প্রিজারভেশন সূত্র আরব নিউজ।

জানাজায় পবিত্র নগরীতে বসবাসরত শিক্ষার্থী বিদেশী কর্মী এবং অভাবগ্রস্তদের মধ্যে এই খাবার সরবরাহ করা হয়েছে।

এই প্রসঙ্গে ইকরাম ফুট প্রিজারভেশন অ্যাসোসিয়েশনের পরিচালক আহমেদ আশরাফী জানান স্থানীয় স্বেচ্ছাসেবী এবং বাসিন্দারা মক্কা নগরীর পঁচিশটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে ইফতার রান্না করা গরম খাবার।

মূলত পরিবার-পরিজনকে ছেড়ে যেসব মানুষ পবিত্র মক্কায় একা বসবাস করেছেন তাদের সেবা দিতেই এই উদ্যোগ বলে জানান সংস্থাটির পরিচালক।

এই স্বেচ্ছাশ্রমের জন্য প্রতিদিন ৪৭ টি গাড়ি ব্যবহৃত হয় এসব গাড়িতে আছে খাবার গরম করার ওভেন এবং পানি ও জুস ঠান্ডা রাখার জন্য ফ্রিজ।

প্রতিদিন ইফতারির আগে এসব গাড়িতে করে স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে পানি জুস খেজুর সোদি আরবের ঐতিহ্যবাহী রান্না করা খাবার দিয়ে আসছেন।