৯০ দশক থেকে মন্ট্রিয়ল থিয়েটর নাটক নিয়ে সুদৃঢ় পদচারণা রেখেছে প্রবাসের সাংস্কৃতিক অঙনে

0
1456

৯মার্চ ২০২৪ লাভোয়া স্কুলের অডিটোরিয়ামে,দুটি সংক্ষিপ্ত নাটক এবং এক ঝাঁক সঙ্গীত শিল্পীদের নিয়ে আবারো দর্শকদের মাতিয়েছে ,এবারের আয়োজন। স্কীনে জাতীয় সঙ্গীত উত্তোলন এবং সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শুরু হয় অনুষ্টান নাট্যকার ও সাংস্কৃতিক সংগঠক মকবুল হোসেন মুকুল ও নাট্য অভিনেতা ,সাংস্কৃতিক সংগঠক কবীর মোল্লাহ ,দীর্ঘ দিন পর পুরোনে জৌলসে পুরো নাটক স্টেজে নিয়ে আসার
প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নাট্য শিল্পি শেখ মোজাফ্‌ফর আহমদ, বাংলাদেশ সোসাইটি অব্ মন্ট্রিয়ল এর সভাপতি এজাজ আক্তার তৌফিক, প্রজন্ম বাংলাদেশের সভাপতি কাজী রমজান রতন,সালাম মোল্লা সহ শাহ আলম মোল্লা শুভেচ্ছা
বক্তব্য রাখেন।

অনুষ্টান পরিচালনার দায়িত্বে ছিলেন সুদক্ষ ,সাবলীল উপস্হাপিকা ইশরাত আলম। সিনিয়র শিল্পি শফিউল ইসলাম ,কফি হাউজের সেই আড্ডা সহ গানগুলো খুব জমিয়েছে। আইয়ুব প্রবাসী ,সাবিনার লোক সঙ্গীত শ্রোতাদের মনোযোগ টেনেছে।

সুজনের গান দর্শকদের মাতিয়েছে ,বার বার শিল্পির গান শুনানোর অনুরোধ আসছিল। আজাীজ ,মুকুল ও জেনিফারের সঙ্গীত পরিবেশনা চমৎকার! যন্ত্র সঙ্গীতের ছিলেন, ডি কষ্টা,সজীব, আনোয়ার হোসেন সহ আরও অনেকে। তবলায় শফিউল ইসলাম ও মাইক সাহা।

কবিতা আবৃত্তি করেছেন নিজনীন নিসা, নীহা, রশীদ খান ও তৌফিকুর রহমান রাঙা। যুদ্ধ হয়নি শেষ,সবার উপর মানুষ সত্য নাটক দুটি মঞ্চস্থ করা হয়। যুদ্ধ হয়নি শেষ নাটকে অভিনয় ছিলেন মকবুল হোসেন মুকুল, শেখ মোজাফ্‌ফর, মনিকা শিশু শিল্পী নীহা সবার উপরে মানুষ সত্য নাটকে অভিনয়ে ছিলেন মোহাম্মদ কবীর মোল্লা ও কামরুল ।নাট্য শিল্পীদের অভিনয় প্রশংসনীয়। আলোক ও কারিগরি সহায়তায়
মাহমুদ নাজিম অসীম।

লাভোয়া মিলনায়তনের এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে কারো মনে হতেই পারে যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল হলে বসে এই অনুষ্ঠান দেখছে।