কুষ্টিয়া সদর উপজেলায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

0
121

রেজা আহাম্মেদ জয়ঃ আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক এর আয়োজনে, বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সভা কক্ষে, আমার বাড়ি আমার খামার প্রকল্পে উপকারভোগীদের মধ্যে আয় বর্ধক কর্মকান্ডে ঋণ বিতরণ কার্যক্রম ও নিয়মিত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী বলেন, এই প্রকল্পটি প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্পের অন্যতম প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গ্রামের মহিলাদেরকে সমিতির মাধ্যমে একত্রিত করে সঞ্চয় ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, গ্রামের মানুষকে উৎসাহিত করতে হবে, তারা ক্ষুদ্র ঋণ নিয়ে সমিতির মাধ্যমে হাঁস-মুরগী, ছাগল ও গরু পালন করতে পারেন। নিজেরা স্বাবলম্বী হলে সংসারে তাদের সম্মান বাড়বে।

জুবায়ের চৌধুরী আরো বলেন, ‘সমবায়ের মাধ‌্যমে খামারে উৎপাদিত পণ‌্য বিপণন ব‌্যবস্থা করতে পারলে প্রতিটি পরিবার লাভবান হবে। আমরা যদি নিজেদের পণ‌্য প্রক্রিয়াজাত করে সমবায়ের মাধ‌্যমে বাজারজাত করতে পারি তাহলে সবারই অধিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।