ঘাটাইলে লকডাউন না মানায় ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা

0
143

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন নিশ্চিতকরন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার উপজেলার পৌরবাজার, ঝরকা বাজার ও টিলাবাজার এলাকায় এ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লকডাউন ও সরকারি নির্দেশনা না মানায় এ সময় এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদÐ এবং ১২ জনের কাছ থেকে ৩০ হাজার ৬ শত টাকা জরিমানা আদায় করা হয়। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্ম‚ল) আইন ২০১৮ এবং দন্ডবিধি ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। এ সময় ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।