ভোলায় স্বাস্থ্যবিধি না মানায় এসটি খিজির-৫ লঞ্চের জরিমানা

0
90

ইয়ামিন হোসেন: ভোলায় স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় এসটি খিজির-৫ লঞ্চের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: দিদারুল আলম এই জরিমানা আদায় করেন।

নির্বাহী মেজিস্ট্রেট মো: দিদারুল আলম জানান, দীর্ঘ প্রায় দুই মাস পর কিছু স্বাস্থ্য বিধি মেনে চলার শর্ত স্বাপেক্ষে চালু হয়েছে ভোলার সাথে রাজধানীসহ দেশের মূল ভূখন্ডের লঞ্চ চলাচল শুরু হয়। কিন্তুু করোনা ঝুঁকি নিয়ে লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বহন করছেন।

ফলে যাত্রীরা প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকিতে পরছিল। তাই এই জরিমানা আদায় করা হয়।

ভোলা থেকে প্রতিদিন সকালে এসটি খিজির-৫ লঞ্চটি লক্ষীপুর মজু চৌধুরী হাট ঘাটে যাতায়ত করে থাকেন।

এর মাধ্যমে যাত্রীরা লক্ষীপুর হয়ে দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের ২১ জেলার সাথে যোগাযোগ করে থাকেন।

এব্যাপারে বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দর সহকারী পরিচালক কামরুজ্জামান বলেন লঞ্চগুলোকে স্বাস্থ্য বিধি মেনে যাত্রী পরিবহন করতে হবে।

কেউ তা না মানলে তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।