শনাক্ত ৮৫ ও মৃত্যু ৪২ শতাংশের ওপরে

0
118

দেশে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনায় শনাক্ত ও মৃত্যুহার বেড়েছে। শনিবার (২৭ মার্চ) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সপ্তাহের (১৪ মার্চ থেকে ২০ মার্চ) তুলনায় চলতি সপ্তাহ (২১ মার্চ থেকে ২৭ মার্চ) পর্যন্ত করোনার দৈনিক নমুনা পরীক্ষা, শনাক্ত, সুস্থতা এবং মৃত্যুহার বেড়েছে।

অধিদফতর জানায়, গত সপ্তাহে নমুনা পরীক্ষা হয়েছিল এক লাখ ৩৯ হাজার ৬৬৬টি, আর চলতি সপ্তাহে নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ৭৮ হাজার ৬৮৩টি। নমুনা পরীক্ষার হার বেড়েছে ২৭ দশমিক ৯৪ শতাংশ।

গত সপ্তাহে মোট করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ৪৭০ জন, আর চলতি সপ্তাহে শনাক্ত হয়েছেন ২৩ হাজার ১০০ জন। শনাক্তের হার বেড়েছে ৮৫ দশমিক ২৪ শতাংশ। গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন ১০ হাজার ৪০৮ জন, আর চলতি সপ্তাহে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২০৪ জন। সুস্থতার হার বেড়েছে ২৬ দশমিক ৮৬ শতাংশ।

গত সপ্তাহে মারা গেছেন ১৪১ জন, আর চলতি সপ্তাহে মারা গেছেন ২০১ জন। মৃত্যুহার বেড়েছে ৪২ দশমিক ৫৫ শতাংশ।

গত পাঁচ দিন ধরে দেশে দৈনিক শনাক্ত সাড়ে তিন হাজারের বেশি। সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি আরও নজরদারি বাড়ানোর অনুরোধ করেছেন।