ঝিনাইদহে গণপরিবহণে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

0
93

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: পরিবহণ খাতে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের এইচএসএস সড়কের উজির আলী স্কুল এন্ড কলেজের সামনে এ কর্মসূচী পালন করেন জেলা বাম গনতান্ত্রিক জোট। সামাজিক দুরত্ব বজায় রেখে এ কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেয়।

এসময় বাসদ জেলা শাখার সমন্বয়ক এ্যাড আসাদুল ইসলাম আসাদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী জেলা শাখার সভাপতি কমরেড মোফাজ্জেল হোসেন মঞ্জু, জেলা সদস্য সাহেদুল এনাম পল্লব, বাসদ ঝিনাইদহ জেলা বর্ধিত ফোরাম সদস্য ও জেলা মহিলা ফোরাম প্রতিনিধি রুবিনা খাতুন, জেলা বাসদ সংগঠক আছাদুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সভাপতি শারমিন সুলতানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, করোনাকালে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি জনগণের মরার উপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে। তাই ভাড়া বৃদ্ধি না করে ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।