করোনা উপসর্গ নিয়ে খুলনায় ২ দিনে ৩ জনের মৃত্যু

0
107

খুলনা প্রতিনিধি : ১ জুন সোমবার রাতে একজন এবং ২ জুন মঙ্গলবার ২ জন রোগী খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ফ্লু কর্নার ও করোনা বিভাগে মৃত্যু বরণ করেছে । এ নিয়ে করোনা উপসর্গে খুলনায় ২৯ জনের মৃত্যু হলো।

নিহতদের ব্যাপারে খুমেক হাসপাতালের কনসালট্যান্ট ও ফ্লু ওয়ার্ডের মুখপাত্র ডাঃ . শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, সোমবার বিকেলে যশোর জেলার ঝিকরগাছার এক ব্যক্তি (৫২) এ হাসপাতালে ভর্তি হন। রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এদিন কিডনিজনিত সমস্যা নিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি হন একই জেলার মনিরামপুর উপজেলার গাংরা গ্রামের আর এক নারী (৩৬)। গভীর রাতে শ্বাসকষ্ট হওয়ায় তাকে ফ্লু ওয়ার্ডে নেওয়া হয়। সেখানেই ভোরে তিনি মারা যান। এছাড়া মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি মহানগরীর সোনাডাঙ্গার এলাকার এক বাসিন্দা (৩৯) মারা যান। তিনি ৩ দিন ধরে জ্বরে ভুগছিলেন।

মৃতদের করোনা ছিল কিনা, তা জানতে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডাঃ শৈলেন্দ্র নাথ।