পল্লীশ্রী’র উদ্যোগে ২ দিনব্যাপী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

0
201

শিমুল,দিনাজপুর প্রতিনিধিঃ পল্লীশ্রী’র অডিটোরিয়ামে পল্লীশ্রী নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্প এর আয়োজনে এবং ব্রেড ফোর দ্যা ওয়ার্ল্ড-জার্মানী এর সহযোগিতায় উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২ দিন ব্যাপী উদ্যোক্তাদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণটি ২৪ মার্চ উদ্বোধন করেন পল্লীশ্রী’র প্রোগ্রাম ম্যানেজার মোঃ সেলিম রেজা এবং ২৫ মার্চ বিকেলে উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২ দিন ব্যাপী প্রশিক্ষণের শেষ দিন ২৫ মার্চ বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুর সদর উপজেলা যুব অফিসার মোঃ আশরাফুল আলম।

দুই দিনব্যাপী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে দিনাজপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন আদর্শ গ্রাম, সিবিও এবং নারী ক্লাবের ২৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারিদের মাঝে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।

উক্ত প্রশিক্ষণে সর্বিক পরিচালনায় ছিলেন পল্লীশ্রী’র প্রোগ্রাম অফিসার শাহেজাদী শিরিন এবং পল্লীশ্রী’র প্রোগ্রাম ফ্যাসিলিটেটর কৃষ্ণা দাস।